খুলনায় রাজমিস্ত্রি কোরবান আলী ওরফে চায়নাকে (৪০) পিটিয়ে হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) খুলনা সদর থানা পুলিশ, নগর গোয়েন্দা বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ খুলনার অভিযানে ফিরোজ হাওলাদারের ছেলে হৃদয়(১৯), খুলনা থানা পুলিশের অভিযানে নিরালা প্রান্তিকা এলাকার মোসলেম সরদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩৫) এবং মহানগরীর গোয়েন্দা বিভাগের অভিযানে উত্তর হরিণটানা এলাকার হাফেজ আব্দুল আহাদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল জোবায়েরকে(১৯) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও র্যাব জানায়, কোরবান ও হৃদয় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন ধরে কাজের হিসাব ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার (৭ আগস্ট) দুপুরের কোরবানকে বাড়ি থেকে কাজের কথা বলে নগরীর নিরালা ১নং রোডের দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যায়। কোরবান সেখানে যাওয়ার পর মোঃ রাতুল (২৫), হৃদয়(১৯), মোঃ জাহিদুল ইসলাম(৩৫), মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের(১৯), মোঃ রায়হান হামিদ(২০), রাশেদ সরদার(২২), ইয়াছিন ওরফে রকি(২২) এবং স্বপন (৪৭) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্ব পরিকল্পিতভাবে কোরবানের মাথা তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে কোরবান আসামীদের এলোপাতারি মারপিটে গুরুত্বর আহত হয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা কোরবানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে দুপুর সোয়া ৩ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় মঙ্গলবার খুলনা থানা পুলিশ, নগর গোয়েন্দা বিভাগ এবং র্যাব-৬ যৌথ অভিযানে হত্যা মামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে বিশেষ পুলিশি অভিযান অব্যাহত আছে।
খুলনা গেজেট/এনএম /এম এম