মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো ও এন্টি সোশাল কার্যকলাপের দায়ে দুইজন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। খুলনার লবনচরার দারোগার ভিটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম শাওন কাজী(২১) ও তরুণীর নাম মেহেরিন জান্নাত মারিয়া(১৮)। তারা দুজনেই খালিশপুরের মুজগন্নী উত্তর পাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের পাঠানো তথ্যে জানা যায়, গতকাল শুক্রবার (১৫ জুলাই) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লবনচরা থানা এলাকায় কিছু তরুণ-তরুণী অসামাজিক কার্যকলাপের লিপ্ত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য রাত সাড়ে ১১টার সময় লবনচরা দারোগার ভিটা এলাকায় যায় অভিযানিক দল।
তারা দেখতে পায় যে একজন তরুণ একজন তরুণীকে নিয়ে ধুমপানরত অবস্থায় রাস্তার উপর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে। আভিযান দলটি মোটরসাইকেলের গতি রোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পারমিট বিহীনভাবে মদ্য পান করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে তরুণ ও তরুণীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই