খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

নগরীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন বিএনপির নেতৃবৃন্দের

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে, হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন-তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শিতলাবাড়ি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। তিনি বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর বৃহৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। মাফিয়া হাসিনাকে বিদায় করতে বিএনপি আন্দোলনে বীজ বপন করেছিলো বিগত ০৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে সে বীজের ফসল ঘরে তুলেছে দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবীর, একরামুল কবীর মিল্টন, মিজানুর রহমান মিলটন, শীতলা বাড়ি সর্বজনীন কার্যকরী সংসদের সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ,.কমিটির সহ-সভাপতি অমর দাস, বিজয় ঘোষ, দিনেশ দাস, তপন ঘোষ, তাপস সাহ, অনুত দাস, সাগর মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুজ্জামান সজিব, উপস্থিত ছিলেন মাহবুব উল্লাহ শামীম, মো. মেশকাত আলী, রকিবুল ইসলাম মতি, জামির হোসেন দীপু, মাসুদুর রহমান হারুন, মাসুদুর রহমান, শাহিন খান, ডা. লাভলু, আকিব আহসান, আরিফা আশরাফী চুমকি, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, মোঃ আজগর আলী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সেলিম সেখ, মোঃ সৈকত প্রমুখ।

অপরদিকে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন শুক্রবার (১১ অক্টোবর) রাতে নগরীর পৈ-পাড়া মন্দির, ঋষিপাড়া মন্দির ও কৃষ্ণর মোড় মন্দির পরিদর্শন ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৈ-পাড়া সার্বজনিন কালী মন্দিরের সভাপতি গৌতম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বাবু গৌরাঙ্গ দে, সৈয়দা রেহানা ঈসা, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, কাজী মোঃ মিজানুর রহমান, মনিরুজ্জামান মনি, মোঃ দেলোয়ার হোসেন খাঁন, মনিরুল ইসলাম মনির, মোঃ পলাশ হোসেন, মোঃ লিটন শেখ, মোঃ মিন্টু মোল্লা, মোঃ লাল চাঁন মোল্লা, শেখ আসাবুর, আঃ রহিম, হাফিজুর রহমান হাফিজ, রফিকুল ইসলাম শান্ত, সৈয়দ আশফাক নাদিম, মোঃ নজরুল, মোঃ সোহেল, মেহেদী হাসান বাবু, ইসমাইল গাজী, ফারুক হোসেন, আইনাল, মানিক সরদার, কাজী আব্দুর রহমান, খোকন,সাব্বির, নয়ন, কাজী ওয়াইজ উদ্দিন আহমেদ প্রমূখ।

ওদিকে শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট-এর উদ্যোগে বড় বয়রা পাল পাড়া সার্বজনিন কালী মন্দিরে উপহার সামগ্রী বিতরণ করে শফিকুল আলম মনা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ সাদী, জাহিদুর রহমান, হাবীবুর রহমান বিশ্বাস, জহর মীর, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, নিত্যানন্দ মন্ডল, সত্যনন্দ দত্ত, সুজনা জলি, রকিবুল ইসলাম মতি প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!