নগরীর বয়রা এলাকার ভ্যান চালক রকিব হাওলাদার পাঁচ দিন ধরে নিখোঁজ। এ নিয়ে রকিবের মা শিউলি বেগম বুধবার রাতে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেছেন।
রকিব হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা। তার অসুস্থ বাবা ও মাকে নিয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ১৭ নম্বর ওয়ার্ডের বয়রা এলাকায় বাস করেন। গত ৮ মে সন্ধ্যা সাতটায় নগরীর বয়রা থেকে নিখোঁজ হন ভ্যান চালক রকিব হাওলাদার (১৫)। পাঁচ দিন পার হলেও সন্ধান মিলছে না পরিবারের একমাত্র আয়ের উৎস রকিবের।
রকিবের মা শিউলি বেগম বলেন, আমার পরিবারের একমাত্র আয়ের উৎস রকিব। আমার স্বামী মানসিকভাবে অসুস্থ। ভ্যান চালিয়ে সে-ই পরিবারের ভরণপোষণ করতো। গত ৮ মে রবিবার ছোটবয়রা পূজাখোলা থেকে আমার ছেলে ভাড়া নিয়ে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ। কান্নাজড়িত কন্ঠে তিনি প্রশাসনের কাছে তার ছেলেকে ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন।