খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক 

নগরীতে ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার মোজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে সেতু মোড়ল ও আলমগীর রূপসার দিকে যাচ্ছিলেন। তারা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আলমগীর ও সেতু মোড়ল গুরতর হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!