খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে খালিশপুর থানা পুলিশ ৪ জনকে ও সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১জনকে আটক করেছে। এ ছাড়া শতাধিক নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াতের খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নাযেবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ বিঘ্ন ঘটাতে খুলনায় জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে তল্লাশি চালাচ্ছে। অভিযানকালে তারা বাসা-বাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। সরকার গ্রেফতার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে।