খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত শংকর মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুর দেড়টার দিকে তিনি সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি ও তেতুলতলা মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর মন্ডল(৬৫) ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামের হরিদাস মন্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শংকর মন্ডল যাত্রাপথে ইজিবাইকের মধ্যে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তিনি ইজিবাইক থেকে পড়ে যান। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে দুপুর দেড়টার দিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি মারা যান।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোমতাজুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শংকর মন্ডল ময়লাপোতা হয়ে ইজিবাইকে করে শিববাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। তেতুল তলা সিঙ্গার প্লাসের সামনে এসে ঘুমন্ত অবস্থায় ইজিবাইক থেকে পড়ে যান শংকর মন্ডল। এতে করে তিনি মাথায় মারত্মক জখম হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকাল সাড়ে ৪ টার দিকে খুমেক হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের একজন সেবিকা তার পরিচিত হওয়ায় তিনি হাসপাতালের রেজিষ্টারে স্বাক্ষর করে লাশ নিয়ে যান।
খুলনা গেজেট/ আ হ আ