খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু এবং অতি: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসাররা থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগে খুলনা থানাধীন রুপসা ট্রাফিক মোড়-ময়লাপোতা মোড়-শিববাড়ি মোড়-জোড়াগোট মোড় এবং খানজাহান আলী থানাধীন আটরা-শিরোমণি-পথেরবাজার পযর্ন্ত সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে স্বাগত করেন।
পুলিশ বহরে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।
কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর বয়রা, শিববাড়ি, রুপসা, পিটিআই, রয়েল ও আপিল গেট মোড়ে ২১০ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।
খুলনা গেজেট/এমএম