খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একদিনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খানজাহান আলী মাত্তমডাঙ্গা এলাকার জাহিদুল ইসলাম জাহিদ (৩৪), সোনাডাঙ্গা আবাসিক প্রথম ফেইজের নাছির হাওলাদার (৫৩), নগরীর বয়রা বকুলতলা এলাকার মাসুম রহমান শেখ, নগরীর শের ই বাংলা রোডের মুস্তাকিম বিল্লাহ লনি (৩৮), একই রোডের মো. নাসির শেখ (৫০), নগরীর লবণচরার জিন্নাপাড়া মেইন রোডের রাকিবুল ইসলাম অনিক (১৯), সোনাডাঙ্গা আন্দিরঘাট এলাকার মো. আব্দুল্লাহ শেখ (১৯), সোনাডাঙ্গা ভাঙ্গাপোল এলাকার মো. হৃদয় খাঁন (১৯), নগরীর লবণচরা চরা হাসনাবাদ এলাকার মো. হেমায়েত ফরাজী (৫২), নগরীর খালিশপুর নিউজ প্রিন্ট গেট মো. শহিদুল ইসলাম শাহীন (৩৫) এবং সোনাডাঙ্গা প্রথম আবাসিক এলাকার মো. সরোয়ার হোসেন (৪৭)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। খুলনা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে