খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুব সমাজ ভালো ভালো কাজ করছে। আজ পবিত্র কোরআন শরীফ বিতরণ একটি ভালো কাজ। সমাজ পরিবর্তনে তারা ভুমিকা রাখছে। তাদের ভালো কাজে সহযোগিতা থাকবে। নগর পরিচ্ছন্নতায়ও তাদেরকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন উদীয়মান যুব সমাজের আয়োজনে পবিত্র কোরআন শরীফ ও ইফতারি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল গাজী উজ্জল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশিক খান রাজা।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাশার, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা, কাউন্সিলর শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সংগঠনের উপদেষ্টা আজগর বিশ্বাস তারা, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, সমাজ সেবক এজাজ আলম আরজু, খুলনা ফজলুলবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা, ইকরা ইসলামী গ্রন্থাগার ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি মাওলানা নুরুন্নবী আহমেদ হুসাইনী, কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও ডাক্তার ইখতিয়ার মৃধা। কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নেয়ামত উল্লাহ।