চট্টগ্রামে তাসকিন-সাইফউদ্দিন-মেহেদিদের বোলিং তোপ সামলে দলের গুরুত্বপূর্ণ সময়ে ৮ম উইকেট জুটিতে ৭৫ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিয়েছেন অভিজ্ঞ ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মানদান্দে। এদিন শুরুটা শেখ মেহেদী করলেও শেষ করেন সাইফউদ্দিন। বলহাতে দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন তুলে নেন ৬ উইকেট।
শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি-স্পোর্টস। আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ১০ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সফলতা ধরা দেয় টাইগারদের হাতে। ওপেনার ক্রেইগ আরভিনকে বোল্ড করেন শেখ মেহেদি। তখন জিম্বাবুয়ের দলীয় রান মাত্র ৮। পঞ্চম ওভারের শেষ বলে সফরকারি শিবিরে আবারও আঘাত হানে টাইগাররা। এবার বোলার ইনজুরি কাটিয়ে ১৮ মাস পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি জয়লর্ড গাম্বিকে ব্যক্তিগত ১৭ রানে তাসকিনের ক্যাচ বানিয়ে ফেরান। তখন দলীয় রান ৩৬।
এরপর একই রানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট হন রান আউটের শিকার আর অধিনায়ক সিকান্দার রাজাকে ফেরান শেখ মেহেদি। ম্যাচে এটি মেহেদি দ্বিতীয় শিকার। এরপর দুই রান যোগ করতেই বিদায় নেন শন উইলিয়ামস। তাকে বোল্ড করেন তাসকিন আহমেদ। একই রানে রায়ার্ন বার্লকে রিশাদের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। ম্যাচে এটি তাসকিনের দ্বিতীয় শিকার। এরপর দলীয় ৪১ রানে মোহাম্মদ সাইফউদ্দিন লুক জঙ্গিকে হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান। যা সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার।
খুলনা গেজেট/এমএম