পাকিস্তানকে ২৭৪ রানে আটকানোর স্বস্তি তৃতীয় দিন সকালেই উবে যায়। ১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৬ রানে হারায় ৬ উইকেট। ওই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন দাস ও মেহেদী মিরাজ। আটে নামা মিরাজ সেঞ্চুরি মিস করলেও দারুণ এক সেঞ্চুরি করেন লিটন দাস।
তাদের দৃঢ়তায় বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৮.৪ ওভারে ২৬২ রান তুলে অলআউট হয়েছে। পাকিস্তানের চেয়ে ১২ রান পেছনে থেকে শেষ করেছে। লিটন দাস ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস খেলার পথে ২২৮ বল থেকে ১৩টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। এর আগে মিরাজ ৭৮ রান করে আউট হন।
লিটন-মিরাজের জুটি: ২৬ রানে ৬ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে মিরাজ-লিটনে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। সপ্তম উইকেটে দুজনে ১০০ রানের জুটি গড়ে ও ফিফটি তুলে নেন। বাংলাদেশ ফলোঅন এড়ায় তাদের জুটিতে।
ব্যাটিং ধ্বস: রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। মেহেদী মিরাজ ৫ উইকেট তুলে নেন। জবাব দিতে নেমে ১০ রানে কোন উইকেট না হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন ২৬ রানে হারায় ৬ উইকেট। ওপেনার জাকির (১) ও সাদমান (১০) ব্যর্থ হন। অধিনায়ক শান্ত (৪) রান পাননি এ ম্যাচেও। পরেই ফিরে যান মুমিনুল (১), মুশফিক (৩) ও সাকিব (২)।
খুলনা গেজেট/এনএম