খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি উল্টে চালক নিহত
  ৮৬ কোটি টাকার দুর্নীতি মামলা : হলমার্কের জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ
  আইনজীবী আলিফ হত্যা : ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭

ধর্ষণের মামলা থেকে অব‌্যাহ‌তি পেলেন সাংবা‌দিক সোহাগ ও এড. মেহেদী

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের অ‌ভিযোগে দায়ের হওয়া মামলা থেকে খুলনার সাংবা‌দিক সোহাগ দেওয়ান ও খুলনার আইনজীবী মেহেদী হাসানকে অব‌্যাহ‌তি দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক বেগম সামসুন্নাহার এ আদেশ দিয়েছেন।

ধর্ষণের অ‌ভিযোগে ২০২১ সালে ঢাকার মুগদা থানায় দায়ের হওয়া ৯(১) ধারার মামলা‌টি চার্জগঠনের শুনানীর পর আজ (‌সোমবার) আদেশের জন‌্য দিন নির্ধা‌রিত ছিলো। সাংবা‌দিক সোহাগ দেওয়ান ও আইনজীবী মেহেদী হাসানের বিরুদ্ধে আনীত অ‌ভিযোগ স‌ঠিক না হওয়ায় চার্জ গঠন করেন‌নি আদালত।

খুলনায় এক‌টি জ‌মি নিয়ে বিরোধের জের ধরে দৈ‌নিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও সালিশীতে যুক্ত হওয়ায় এড. মেহেদী হাসানের বিরুদ্ধে ঢাকায় এ মামলা‌টি দায়ের করা হয়। মুগদা থানার মামলা নং ৪১ (৩) ২১। পরব‌র্তিতে নারী ও শিশু মামলা‌ নং ১৩০/২২ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালে বিচা‌রিক কার্যক্রমের জন‌্য প্রেরিত হয়। মামলা‌টির বা‌দি খুলনার সোনাডাঙ্গা থানার করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খাঁনের মেয়ে ফ‌রিদা ইয়াস‌মিন ম‌নি। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের বাড়ির ৫ তলায় ভাড়া থাকেন।

এছাড়া সোহাগ দেওয়ানকে নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে ফাঁসানোর চেষ্টা অপর এক‌টি মামলা সি আর ১৩১/২০ এর রায় গত ২৫ আগস্ট ঘোষণা করেছে ঢাকা মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী। রায়ে ওই মামলার বিবাদী খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানকে খালাস দেয়া হয়। দু‌টি মামলা আসা‌মি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ শ‌ফিকুল ইসলাম স্বপন ও এড. আবুল ব‌াসার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!