ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ গুরুতর হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধির আওতায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ড. সুজন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ধর্ষণ মামলা রয়েছে। পাশাপাশি প্রশ্নফাঁস, নারী শিক্ষার্থী হয়রানি ও আন্দোলনকারীদের হুমকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও ছাত্রদের দাবি সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুলনা গেজেট/জেএম