কক্সবাজারে অস্ত্রসহ সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলা থেকে শনিবার(২৬ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি নিত্যনন্দ দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানী ও নুরুল ইসলাম।
তিনজনই সম্প্রতি শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি।
প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, শনিবার ভোরে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের নামে মামলার পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে।
গেল ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন এক নারী। মামলায় গ্রেপ্তার এ তিনজনসহ আরও একজনকে আসামি করা হয়।
তাদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
খুলনা গেজেট/ এস আই