খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন
  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

ধর্ষকের ফাঁসি চাইলেন দেশের তারকারা

বিনোদন ডেস্ক

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) মারা গেছে। ধর্ষণের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। নারীদের নিরাপত্তা এবং ধর্ষকের বিচার নিয়ে নানান প্রশ্ন উঠে। ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। দেশের অনেক তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয় একথা বলছেন।

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।

অভিনেতা ফারহান আহমেদ জোভান এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।

অন্যদিকে মাগুরার শিশুটির ঘটনা নিয়ে ফেসবুকে কথা বলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, আল্লাহ আপনি বিচার করেন।

এছাড়াও দেশের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ তমা মির্জা। শিশুটির মৃত্যুর সংবাদ প্রচারের পর ফেসবুকে একটি পোস্ট করে অভিনেত্রী। তমা মির্জা ফেসবুক পোস্টে বলেন, শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে, আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না।

ধর্ষকের শাস্তির বিষয়ে অভিনেত্রী বলেন, ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!