খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট
রূপসায় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নিত্যপণ্যের দাম ক্রমেই মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। গত এক যুগের মধ্যে এখন মূল্যস্ফীতির দৌরাত্ম্য সীমা অতিক্রম করছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়ায়। আসছে রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে না এলে মানুষের ভোগান্তির সীমা থাকবে না। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার রাখে না।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল তিনটায় পূর্ব রুপসা রামনগর কলোনী মাঠে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখা সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ আরো বলেন, ভোটবিহীন অনির্বাচিত সরকার জনগণের কথা চিন্তা করে না। তাই তারা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে। তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন তা না হলে জনগণের রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন।

সম্মেলনের প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান বলেন, করোনাকালীন সময় সরকারের ভুল সিদ্ধান্তের ফলে দেশে এখন বেকারত্বের মহামারী সৃষ্টি হয়েছে, বেকার যুবকদের দ্রুত সময়ের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, অন্যথায় বেকার ভাতা চালু করুন। বেকার যুবকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে জনসম্পদে রূপান্তরিত করে কাম্য মানে জনশক্তি রপ্তানি করুন, তাতে দেশের রেমিটেন্স প্রবাহ আরো অনেক গুণে বৃদ্ধি পাবে।
প্রধান বক্তা আরো বলেন, যুবসমাজের চরিত্র বিধ্বংসী মদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই ফিরে আসতে হবে, না হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফজলুল হক এর পরিচালনায় আয়োজিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব, জেলা সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, এসকে নাজমুল হাসান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ মোঃ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা জেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এইচ.এম.ইনামুল হাসান সাঈদসহ ইসলামী যুব আন্দোলন জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!