টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। সুপার টুয়েলভে এটি দলটির দ্বিতীয় জয়। এই জয়ে ‘গ্রুপ ওয়ান’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান জড়ো করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম, ৩০ বলের মোকাবেলায়। ব্যাটারদের ব্যর্থতার দিনে কাঙ্ক্ষিত ইনিংস খেলতে পারেননি কেউই।
অন্যান্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ বলে ১৯, নুরুল হাসান সোহান ১৮ বলে ১৬ ও শেখ মেহেদী হাসান ১০ বলে ১১ রান করেন। নয় নম্বরে নেমে ৯ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ২টি ছক্কা ও ১টি চার হাঁকানো নাসুম। নাসুম ছাড়া আর কেউই ছক্কা হাঁকাতে পারেননি। পুরো ইনিংসে চার ছিল মাত্র ১০টি। ডট বলের সংখ্যা ছিল ৫২!
ইংলিশদের পক্ষে টিমাল মিলস তিনটি এবং মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ারপ্লেতেই ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড। যদিও এই সময়ে নাসুম আহমেদ শিকার করেন জস বাটলারকে (১৮ বলে ১৮ রান)। এরপর টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালানকে নিয়ে দাপুটে ব্যাটিং প্রদর্শন করেন ওপেনার জেসন রয়।
দ্বিতীয় উইকেটে মালানের সাথে গড়ে তোলেন ৭৩ রানের পার্টনারশিপ। ৩৮ বলে ৬১ রান করে বিদায় নিলেও ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসে দলকে দেখিয়ে যান জয়ের পথ। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচ খেলা শরিফুল ইসলামের বলে থার্ড ম্যানে নাসুম আহমেদের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন দলীয় ১১২ রানে।
শেষপর্যন্ত টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর দল ম্যাচ জিতে নেয় ১৪.১ ওভারে, ৮ উইকেট হাতে রেখে। বাংলাদেশের পক্ষে নাসুম ও শরিফুল একটি করে উইকেট শিকার করেন। মালান ২৫ বলে ২৮ ও জনি বেয়ারস্টো ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।