লর্ডস টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ভারত। দ্বিতীয় দিনে ভারতের বোলাররা ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে টেস্টের নাটাই নিজেদের হাতেই রেখেছে।
সবকটি উইকেট হারিয়ে ভারতের করা ৩৬৪ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। সফরকারীদের চেয়ে এখনো তারা ২৪৫ রানে পিছিয়ে আছে ইংলিশরা। ক্রিজে আছেন অধিনায়ক জো রুট (৪৮) ও জনি বেয়ারস্টো (৬)। তারা দুজন আজ শনিবার বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ইংল্যান্ডের যে ৩টি উইকেটের পতন ঘটেছে তার দুটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ। অন্যটি নিয়েছেন মোহাম্মদ শামি।
দলীয় ২৩ রানের মাথায় সিরাজের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডম সিবলি (১১)। একই রানে গোল্ডেন ডাক মেরে ফিরেন পাঁচ বছর পর টেস্টে খেলার সুযোগ পাওয়া হাসিব হামিদ। সেখান থেকে রুট ও ররি বার্নস দলীয় সংগ্রহকে ১০৮ রান পর্যন্ত টেনে নেন। রুটের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে আউট হন বার্নস। ৪৯ রান করা বার্নসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শামি।
এরপর রুট ও বেয়ারস্টো দিন শেষ করে আসেন।
তার আগে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে প্রথম দিন শেষ করা ভারত শুক্রবার দ্বিতীয় দিনে বাকি ৭টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ৮৮ রান যোগ করতে পারে।
১২৭ রান করে প্রথম দিন শেষ করা লোকেশ রাহুল দ্বিতীয় দিনে নিজের নামের পাশে আর ২ রান যোগ করে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। তাতে ১২৬.১ ওভারে ৩৬৪ রানে অলআউট হয়ে যায়।
বল হাতে চলতি শতাব্দীতে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন নেন ৫ উইকেট। তার আগে ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার জেফ চাব তার থেকে বেশি বয়সে শিকার করেছিলেন ৫ উইকেট।
২টি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন ও মার্ক উড। অপর উইকেটটি নিয়েছেন মঈন আলী।
খুলনা গেজেট/কেএম