খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

দৌলতপুরে বি এল কলেজের সামনে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ শুরু

একরামুল হোসেন লিপু

খুলনা যশোর মহাসড়কের দৌলতপুর সরকারি বি এল কলেজের সামনে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ। ব্রিজের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা। ব্রিজটি নির্মাণের জন্য বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) চলতি বছরের ২৯ মে কংক্রিট এন্ড ষ্টীল টেকনোলজি লিঃ, আবিদ মনসুর কনস্ট্রাকশন (জেভি) নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে। ব্রিজটি নির্মিত হলে সরকারি বিএল কলেজ, দৌলতপুর দিবা/নৈশ্য কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারীদের পারাপারের সুফল বয়ে আনবে।

খুলনা সওজ’র উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার সাহা খুলনা গেজেটকে বলেন, “বিএল কলেজের সামনে ফুটওভার ব্রিজটি অনেকটা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মিতব্য ব্রিজের ডিজাইনের আদলে হবে। ইতিমধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। খুলনা যশোর মহাসড়কের পশ্চিম পাশে মনা শপিং কমপ্লেক্সের সামনে (যেটির পূর্বে নামকরণ ছিলো সেফ এন্ড সেইভ) ৬ টি এবং একই লেভেল বরাবর সড়কের পূর্ব পাশে ৬ টি পিলার নির্মাণ করা হবে। পিলারগুলো নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই ১২ টি পিলারের উপর ব্রিজের স্টিলের প্লেটগুলো স্থাপন করা হবে। প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে। ১২টি পিলারের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামের ওয়ার্কশপ থেকে তৈরিকৃত স্টিলের প্লেটগুলি এনে পিলারের উপর স্থাপন করা হবে। নির্ধারিত সময় চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যেই ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন”।

দৌলতপুর সরকারি বি এল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে গত বছরের ২৪ ফেব্রুয়ারী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুর কাদেরের কাছে ডিও লেটার প্রদান করেন। এতে তিনি উল্লেখ করেন, খুলনা-যশোর জাতীয় মহাসড়কটি বিভাগীয় শহর খুলনার সাথে মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও ভোমরা স্থলবন্দর তথা সমগ্র বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম। এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সড়কটির গুরুত্ব অপরিসীম। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে বিভাগীয় শহর খুলনা হতে গোপালগঞ্জ হয়ে রাজধানী ঢাকা যাওয়ার ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সড়কটির খুলনা মহানগরীর দৌলতপুর নামক স্থানে বিএল কলেজসহ এর সামনে সেফ এন্ড সেইভ শপিং সেন্টারসহ(বর্তমানে নাম পরিবর্তন করে মনা) আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, হাজার হাজার দোকানপাটসহ অনেকগুলি যাত্রী পরিবহন কাউন্টার রয়েছে। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলের কারণে বিশেষ করে সড়ক পারাপার হওয়ার সময় ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। ওই স্থানে সুষ্ঠু যানবাহন চলাচল তথা জানমালের নিরাপত্তার স্বার্থে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি প্রয়োজন।

সিটি মেয়রের ডিও লেটার এর প্রেক্ষিতে খুলনা সড়ক জনপথ বিভাগ (সওজ) থেকে ওই স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এবং সাড়ে ৪ কোটি টাকা ব্যয় ধরে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রেরণ করে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ব্রিজটি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৪১৬ টাকা।

খুলনাবাসীর প্রত্যাশা কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত ৩০ ডিসেম্বরের মধ্যে যথাযথ মান বজায় রেখে ফুট ওভার ব্রিজটি’র নির্মাণ কাজ সম্পন্ন হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!