খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

দৌলতপুর থানা বিএনপির আহবায়ক কামাল ও সদস্যসচিব ইমাম

নিজস্ব প্রতিবেদক

দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মো. আবু মুর্শিদ কামাল ও শেখ ইমাম হোসেন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। রবিবার (১৪ মে)বিকাল ৪টায় স্থানীয় ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় দ্বিতীয় পর্বে ডেলিগেটদের ভোটে তারা নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, দৌলতপুর থানার ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়নের ১৮৬ জন কাউন্সিলরের ভোট শুরু হয়। নির্বাচনী তফসিল অনুযায়ি টানা বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে ভোটের ফলাফলে আহবায়ক পদে ১৩৯ ভোট পেয়ে মো. আবু মুর্শিদ কামাল নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন শাহজী কামাল টিপু। তিনি পেয়েছেন ৫ ভোট। সদস্য সচিব পদে অন্য কোন প্রার্থী অংশগ্রহণ না করায় শেখ ইমাম হোসেনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. নুরুল হাসান রুবা, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ সরোয়ার, আসাদুজ্জামান হারুন।

এর আগে একইস্থানে দৌলতপুর থানা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। তিনি বলেন, সরকারের আমলে আর কোন ভোট নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেয়; তাহলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন রুখে দেয়া হবে।

কর্মী সভায় থানা সাংগঠনিক টীম প্রধান স ম আব্দুর রহমানের সভাপতিত্বে ও আবুল কালাম জিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

কর্মীসভার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সভায় বক্তব্য রাখেন আবু মুরশিদ কামাল, শাহাজী কামাল টিপু ও শেখ ইমাম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুস সালাম, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, মতলুবুর রহমান মিতুল, সরদার শফিকুল আমিন লাভলু, মো. ওহাব, ইশতিয়াক আহমেদ ইস্তি, নেহিবুল হাসান নেহিম, শফিকুল ইসলাম শাহিন, নিঘাত সীমা, সালমা বেগম, শাহানাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, কাওসারী জাহান মঞ্জু, লুবনা আক্তার বিউটি. লায়লা আঞ্জুমান, মদিনা হাওলাদার, রুমা আক্তার, শারমিন আক্তার প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!