একটি জাতীয় পত্রিকার সংবাদ প্রকাশের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাম তার …, কাজ করে অন্ধকারে। একটা শিশুর হাতে ১০টাকা তুলে ধরে এ রকম মিথ্যাচার করতে পারে! পত্রিকাটি আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু।
প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এরা শুরু থেকেই আমাদের বিরোধীতা করছে।
তিনি বলেন, দেশের সুশীল সমাজ আজ পদলেহন করছে বিদেশিদের। তারা উন্নয়ন চোখে দেখে না। তারা উন্নয়ন ও গণতন্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় আছি বলেই দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি। নিম্ম আয়ের-মধ্যম আয়ের সকলের প্রতি আমাদের দৃষ্টি আছে।
শেখ হাসিনা বলেন, আজকে গ্রাম এবং শহরের পার্থক্য কমে গেছে। গ্রাম এবং শহরের মাঝে আরেকটি শহর গড়ে উঠছে। প্রত্যেকটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের ভাগ্য গড়তে।
সরকার প্রধান বলেন, বাংলাদেশ মাত্র ১৪ বছরের মধ্যে বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এর পরেও কেউ যদি উন্নতি না দেখে, এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই। তবে, যা কিছুই করি না কেন, তেলা মাথায় তেল দেওয়া না। জনগণের জন্য করি, সাধারণ মানুষের জন্য করি, গ্রামের মানুষের জন্য করি। গ্রামের মানুষ এখন ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা।
শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বল্পোন্নত দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ উন্নত হবে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, যে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ।
খুলনা গেজেট/এনএম