বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর কার্যালয়ে মঙ্গলবার (৫ই অক্টোবর) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশে অধ্যক্ষ পরিষদ (বিপিসি) এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবী জানানো হয়।
সভার মূখ্য আলোচক প্রবীন শিক্ষক নেতা বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্যের অবসানকল্পে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপন এবং ইউনেস্কো/আইএলও-১৯৬৬-এর শিক্ষক সনদ বাস্তবায়নের দাবী জানান।
বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাকশিস মহাসম্পাদক ড. একেএম আবদুল্লাহ, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লা, অধ্যাপক আজাদুর রহমান চৌধুরী, ঈমান আলী প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই