দেশ দখল করে নিয়েছে করোনাভাইরাস। তারপরও থেমে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগটি। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের বড় একটি অংশ আসে এই এক লিগ থেকে।
আইপিএল নিয়ে যেখানে এত তোড়জোড়, সেখানে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল নিয়ে নেই তেমন কোনো মাথাব্যথা। এমনকি ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা এখনও ঠিক করতে পারেননি কবে নাগাদ টুর্নামেন্টটি আয়োজন করা যেতে পারে। দিতে পারেননি কোনো ধরণের আশ্বাস বাণী।
উল্টো ক’দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত কিংবা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশের মাটিতে কোনো ধরণের ক্রিকেট আয়োজনের পরিকল্পনা নেই তাদের।
এ অবস্থায় আইপিএলকে অনুসরণ করে তাদের মতো বিদেশের মাটিতে বিপিএল আয়োজন করা যেতে পারে কিনা? এই প্রশ্নের উত্তরও জানা নেই বিসিবি কর্তাদের। তবে বিসিবি পরিচালক জালাল ইউনুস স্বীকার করলেন, এই মুহূর্তে বিদেশের মাঠে বিপিএল আয়োজনের চিন্তা তাদের নেই। নেই সেই সামর্থ্যও।
তিনি বলেন, আইপিএলের মার্কেট অনেক বড়। আমাদের মার্কেট সে তুলনায় অনেক ছোট। দেশের বাইরে বিপিএল আয়োজনের সামর্থ্য এই সময়ে আমাদের নেই এটি সত্য। সুতরাং এখনই দেশের বাইরে বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছি না আমরা। তবে বিপিএল আয়োজনের সম্ভাবনা আমরা একেবারে বাদ দিয়ে দেইনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবকিছু ঠিক থাকলে হয়তো বছরের শেষদিকে বিপিএল আয়োজন করার চিন্তা করবো আমরা।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের।
খুলনা গেজেট/এএমআর