যুবরাই হলো দেশের প্রাণশক্তি। যুবদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ ক্রীড়াচর্চা প্রসারে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। দেশের ফুটবলে খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। আবারও খুলনার মাঠ থেকে তৈরী হবে জাতীয় দলে মাঠ কাপানো খেলোয়াড় সেই আসলাম-সালাম।
শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণে বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের উদ্বোধক খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল।
জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিব লিংকন, বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ এহসান শাহ্ ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা।
উদ্বেধনী ম্যাচে মুখোমুখি হয় উইনার্স ক্লাব বনাম ইয়ং রেডসান ক্লাব। খেলায় উইনার্স ক্লাব ৩-০ গোলে ইয়ং রেডসান ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। উইনার্সে পক্ষে জোড়া গোল করেন দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় খালিদ। অপর গোলটি আসে ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ এর পা থেকে। খেলায় রেফারী ছিলেন কামাল আহমেদ, আলী আকবর, মোক্তার হোসেন মিঠু ও কিশোর বকসী। ম্যাচ কমিশনার ছিলেন এহসানুল হক। খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট প্রজেশ রায়।
জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, এডভোকেট পারভেজ আলম খান, এডভোকেট আউয়ুব আলী শেখ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট এনামুল হক, মাহানগর দায়রা আদালতের পিপি এডভোকেট কে এম ইকবাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ মনসুর আজাদ, সাধারণ সম্পাদক অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজী মো. মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রেজাউল ইসলাম, সদস্য বেলাল হোসেন, আহমেদুল কবির চাইনিজ, শাহ্ আসিফ হোসেন রিংকু ও ফয়সাল আহমেদ পপা, নুরুল ইসলাম খান কালু, বিজিএমই সভাপতি সৈয়দ আলী, শাহীন জামান পন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর আলী আকবর টিপু, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, মনিরুজ্জামান খোকন, সুজন আহমেদ, আবু হানিফ, রায়হান ফরিদ, হাফিজুর রহমান, সিহাব উদ্দিনসহ বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক।
২৪ জুলাই রবিবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে উল্কা ক্লাব বনাম দিঘলিয়া ওয়াইএমএ এবং বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে মৌসুমি একাদশ ও শেখ কামাল স্মৃতি সংসদ।
খুলনা গেজেট / আ হ আ