খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত‌্যু, শনাক্ত ৩,১৬৩

গেজেট ডেস্ক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ১৬৩ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৩৩ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ৫ জন, রাজশাহীর ৪ জন, রংপুরের ২ জন, খুলনার ৫ জন এবং বরিশাল বিভাগের ১ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ৩৩ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১০ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৪২৪ জনের। মোট প্রাণহানির মধ্যে পুরুষ ১ হাজার ৯১৩ এবং নারী ৫১১ জন।

গত ২৪ ঘন্টায় মোট ১৩ হাজার ৪৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৬১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩৮ হাজার ১৩১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২০ হাজার ৪৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৬০ জন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!