আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে ৬দিনব্যাপী করোনার টিকা দেয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই সময় কমপক্ষে ৬০ লাখ লোককে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য বিভাগ।
সূত্র জানিয়েছে, টিকাদান কেন্দ্রে আসার আগে সঙ্গে জাতীয় পরিচয়পত্র আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুতই বিস্তারিত ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, তারা এমন একটি নির্দেশনা পেয়েছেন।
উল্লেখ, দেশে টিকা নিতে আজ আড়াইটা পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৬৯ জন মানুষ নিবন্ধন করেছেন।
এদিকে খুলনা জেলায় আজ (রবিবার) ছয় হাজার দুইশত ১০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার একশত ৯৫ এবং মহিলা তিন হাজার ১৫ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শত ৯৫ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার পাঁচশত ১৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে আটশত ৯২ জন, বটিয়াঘাটা তিনশত ১৫ জন, দিঘলিয়ায় দুইশত ৩৪ জন, ডুমুরিয়ায় চারশত ৮০ জন, ফুলতলায় একশত ৪৪ জন, কয়রায় সাতশত চার জন, পাইকগাছায় দুইশত ৪৬ জন, রূপসায় তিনশত ৬২ জন এবং তেরখাদায় একশত ৩৮ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারশত ৮১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা গেজেট/এমএইচবি