খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

দেশ ছেড়েছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই সিনেপর্দার বাইরে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সর্বশেষ সাইড ক্যারেক্টার হিসেবে একটি সিনেমায় কাজ করেছিলেন তাও বহু আগে। অভিনয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন রাজনীতিতেও।

তবে শুধু পর্দা থেকেই নয়, অনেকদিন ধরেই লাইমলাইটের বাইরে মাহিয়া মাহি। বলা যায়, খুব সহজে এখন ধরা দেন না; একরকম গুটিয়েই রেখেছেন নিজেকে।

এমন সময় এলো এই নায়িকার দেশ ছাড়ার খবর; যা অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি জানান দেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আচ্ছা ঠিকাছে, বিদায়।’ কেন গিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি নায়িকা।

তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমে মুখ খুলেছেন নায়িকা। বলেছেন, ভিসা পাওয়ার জন্য নাকি একবারও যুক্তরাষ্ট্র যাওয়া হয়নি তার, তাই সময় বের করেই এই সফর করছেন তিনি। কিছুদিন ঘোরাঘুরি করেই দেশে ফিরবেন নায়িকা।

চলচ্চিত্রে মাহির যাত্রা শুরু ‘ভালোবাসার রঙ’ দিয়ে, ২০১২ সালে। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!