খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই
খুলনায় ভ্যাট দিবসে সভায় বক্তারা

‘দেশ ও জাতির উন্নয়নে ভ্যাট ও কর দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’। সভায় সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজও ভ্যাট কমিশনারেট এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শ্রাবনী চাকমা। বিশেষ অতিথি ছিলেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার একে এম মাহবুবুর রহমান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, খুলনার কমিশনার এস এম সোহেল রানা।

সভায় প্রধান অতিথি খুলনা কর অঞ্চলের কর কমিশনার শ্রাবনী চাকমা বলেন, ভ্যাট সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ানো ও ভ্যাট প্রদানের উদ্বুদ্ধ করতে হবে। ১৯৯১ সালের ১ জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থার চালু হয়। সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশ ও জাতির উন্নয়নে ভ্যাট ও কর দিতে হবে। আমাদের দেশের মানুষ যদি সঠিকভাবে ভ্যাট প্রদান করে তা হলে ভবিষ্যদে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। সব ধরনের কেনাকাটায় ভোক্তাদের ভ্যাট চালান গ্রহণ করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত রেখে যেতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে।সবাই সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার অতিরিক্তি কমিশনার মো: বশীর আহমেদ। এছাড়া বিভিন্ন পর্যায়ে সরকারী ও বেসরকারি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ, খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় খুলনা চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রিস এর পরিচালক খান সাইফুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী সমাজ, ভ্যাট, ট্যাক্স শুল্ক, আয়কর ও অন্যান্য কর সহ সব ধরনের রাজস্ব প্রদানে সর্বদা প্রস্তুত। খুলনা অঞ্চলের ব্যবসায়ীরাও সব ধরনের ভ্যাট, ট্যাক্স পরিশোধের সব সময়ই আন্তরিক। ভ্যাটের পরিমাণ বৃদ্ধি না করে ভ্যাটের পরিধি বৃদ্ধি করা হলে সরকার রাজস্ব আহরণে অধিক লাভবান হবে।

সভায় সভাপতির বক্তব্যে খুলনা কাস্টমস, এক্সাইজও ভ্যাট কমিশনারেট এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান বলেন, দেশ আমার, এই দেশের উন্নয়নের জন্য ভ্যাট প্রদান করতে হবে। সময় এসেছে পরিবর্তনের, এই পরিবর্তনের জন্য আন্দোলন দেখেছি। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হবে।

তিনি বলেন, পণ্যের মূল্য পরিশোধের মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত আছে। ক্রেতা হিসেবে ভ্যাট চালান নিবেন। চলমান ভ্যাট সপ্তাহে ২৪টি সেবা প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!