সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরের হাইকোর্টের নির্দেশ অমান্য করে শুক্রবার(২২ জুলাই) খলিশাখালির ভূমিহীন জনপদে ঢুকে ৮০ বিঘা জমি জবরদখলের চেষ্টা করা হয়। এর প্রতিবাদে শনিবার (২৩ জুলাই) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ভূমিহীনরা।
খলিশাখালির ভূমিহীন জনপদের ফুটবল মাঠের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েক’শ ভূমিহীন নারী ও পুরুষ অংশ গ্রহণ করে। খলিশাখালি শেখ মুজিবুর রহমান ভূমিহীন আশ্রয়কেন্দ্র প্রকল্পের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বর্ষীয়ান ভূমিহীন নেতা আবুল হোসেন, শাকিলা ইসলাম, নাজমা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা যুগ্ম জজ দ্বিতীয় আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চন্ডিচরণ ঘোষের ফেলে যাওয়া খলিশাখালির ১৩২০ বিঘা জমি ব্যক্তি মালিকানা নেই। ওই জমি সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ন্ত্রণে নিয়ে দেখভাল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের রায় পক্ষে না যাওয়ায় আহছানিয়া মিশনের কর্মকর্তা ইকবাল মাসুদ, কাজী গোলাম ওয়ারেশ ও ডাঃ নজরুলসহ কথিত জমির মালিকরা ১৬৮/২১ নং সিভিল রিভিউ করেছেন। এরপরও তারা প্রশাসনের সহায়তায় ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করলে সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে আদালত গত ২৭ ফেব্রুয়ারি উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থিতাবস্থা জারি করেন।
ভূমিহীন নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সখিপুরের ইকবাল মাসুদ আইনকে বুড়ো আঙলে দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে স্থানীয় পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে খলিশাখালিতে ৮০ বিঘা জমি জবরদখলে নেওয়ার চেষ্টা করে আসছেন। তিনি পুলিশকে ব্যবহার করে নানাভাবে ভূমিহীনদেরকে হয়রানি করছেন। একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নোড়ার পলগাদার মোকাররম শেখ, তার ছেলে ইসমাইল, নোড়ার চকের আমজাদ হোসেন ও সিরাজুল ইসলাম, শহীদুল, পুটু, শফিসহ ৫০ জনেরও বেশি সন্ত্রাসী দিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে সেখানে স্থায়ী দখলের চেষ্টা চালিয়েছেন। তারা অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া ভূমিহীন সাইফুলকে নিঃশর্ত মুক্তি, ভূমিদস্যু ইকবাল মাসুদের গ্রেপ্তারের দাবি জানান।
এ ব্যাপারে আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ইকবাল মাসুদ শনিবার বিকালে মোবাইল ফোনে জানান, জমি নিয়ে মামলা আছে কিনা সেটা তার জানা নেই। তবে কোন ভূমিহীনকে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানো হয়নি। এছাড়া হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, শুক্রবার তিনি সন্ত্রাসীদের দিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করার চেষ্টা করেননি।
খুলনা গেজেট/ এস আই