খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

দেবহাটার ৫ গ্রাম বাল্যবিবাহমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫টি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু পুষ্টি ও নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এই ঘোষণা দেন।

এসময় নারীর ক্ষমতায়ন ও শিশুর পুষ্টিমান নিশ্চিতের পাশাপাশি সুস্থ জাতি ও সুন্দর আগামী প্রজন্ম বিনির্মানে বাল্যবিবাহ প্রতিরোধ সহ প্রসুতি মা ও নবজাতক শিশু’র মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার তাগিদ দেন তিনি।

প্রধান অতিথি ডা. রুহুল হক আরও বলেন, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। পুরুষের পাশাপাশি নারীদের মেধা ও দক্ষতার কমতি নেই। যেহেতু আমাদের জনশক্তির প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের যথাযথ ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা ঘোরানো সম্ভব। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে শিশুর পুষ্টি চাহিদা মেটানো ব্যাপারে বাবা-মাকে সচেতন হতে হবে। একইসাথে বাল্যবিবাহ প্রতিরোধ ও গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে। এতে করে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে।

তিনি আরো বলেন, নিরাপদ প্রসব নিশ্চিতে গর্ভকালীন প্রতি তিনমাস পরপর অবশ্যই গর্ভবর্তী মায়েদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এসময় তিনি দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া চৌধুরীপাড়া, মাঝ পারুলিয়া সরদার বাড়ি, নওয়াপাড়ার সাংবেড়িয়া, দেবহাটা সদরের ঘলঘলিয়া রহিমপুর ও পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রামের রাইট টু গ্রো এবং ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রোজেক্ট আয়োজিত এ সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বার্হী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু রোজারিও, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, রাইট টু গ্রো প্রোজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রোজেক্ট ম্যানেজার প্রশান্ত রায় শর্মা, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজ ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!