সাতক্ষীরার দেবহাটায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বেলা ২ টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বহেরা ইটভাটার মাঠ এলাকায় এঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষকের নাম মো. রবিউল ইসলাম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত হেফাজতুল্লাহ সরদারের ছেলে । তিনি দেবহাটা কলেজের সহকারি অধ্যাপক ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
জানা যায়, কলেজের কাজ শেষে বুধবার দুপুরে সরকারি অধ্যাপক রবিউল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলা ২ টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বহেরা ইটভাটা মাঠ এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তার মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম রাস্তায় পড়ে গেলে একটি দ্রুতগতির মহেন্দ্র তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহসান সহ গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা শিক্ষক রবিউল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এছাড়া মটর সাইকেল চালক আহসান এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টিএ