খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দূর্যোগে-বিরান জনপদ

আবদুস সালাম খান পাঠান

দেখেছি কতো প্রাকৃতিক দূর্যোগ জীবনের চরম পরীক্ষা ।
অনেক কষ্টে বুক বাঁধে-মানুষ ধৈর্য্য ও সাহসে –
নিরাপদ আশ্রয় নেয় স্রষ্টার কৃপায় ।

আকাশের অন্ধকার অমানিশা ঘুছে, মেঘমালা সাঁঝে
অকস্মাৎ দেখা যায়; ‘আলোক ঝলমল নক্ষত্রপুঞ্জ সুদূর
আকাশ নীলিমায়।’

সাগর জলে প্রবল ভাসে জোয়ার ভাটার জলে –
ঢেউয়ের তালে তালে সাম্পান নাচে, কভু ভাসে সাগর –
নদী মোহনায়।

সমুদ্র উপকূলে, বৈশাখী ঝড়ের কবলে, বাতাসের গতি বেড়ে
যায় । জীবন বাঁচে অসহ বেদনায় মহাদূর্যোগ
এলে টর্নেডোর তাণ্ডবলীলায়।

বাতাসের প্রচন্ড বেগে গাছপালা ঘরবাড়ী উবরে
তুবরে যায়, ফসলের ক্ষেত বিনষ্টে জীবনের-
দূর্ভোগ বেড়ে যায়, দেখেছি, মানুষ কতো যে
তখন অসহায় ।

সাগর-পাড়ে;-সাইরেন শুনে মানুষ আহাজারি করে ক্ষণিক
আশ্রয় খুঁজে সরকারী স্থাপনায় ।

জলোচ্ছাসে প্লাবিত জোয়ার ভাটায় ঘূর্ণিঝড়ে বিরান
জনপদ-, কতো যে হাহাকার, চিৎকার, মানুষের
ছিন্ন দেহ আটকে থাকে বৃক্ষের মগডালের আগায়।

দেখেছি কক্সবাজার । সাগর সৈকতে আটকে পড়া
তিমির শুকনো হাড়, দৃশ্যমান কংকাল ।

দেখেছি দূর্যোগে কতো মানুষ, আর্তপীড়িতদের সেবায়
দু’হাত বাড়ায় । দেশপ্রেমিক, জনতা সবাই এগিয়ে
যায় । ঝাপিয়ে পড়ে সেবায় অতি মায়া মমতায় ।

অতীতে দেখেছি, কক্সবাজার, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া,
চরফ্যাশন, আলেকজান্ডার ঘূর্ণির কবলে টর্নেডো
সাইক্লোনের ছোবলে, এসব জনপদে
অকালে কতো যে জীবন প্রদীপ নিভে গেছে হায় ।
বিরান জনপদ অহরহ কান্নার রোলে ভেসে যায়
– সান্তনার ভাষা কেহ খুঁজে না পায় ।

সাগর কোলে বিভীষিকায়, নীরবতা এলে মানুষ
অকস্মাৎ প্রাণসম্ভিত ফিরে পায় । নিজ নিজ
আলয় খুঁজে বেড়ায় । শূন্যতা বিরাজে, কেউ যেন জ্ঞান হারায় ।

কায়িক শ্রমের মাঝে ডুবে থাকে সাগর পাড়ের মানুষ
সমুদ্র-সম্পদ আহরণে জীবিকা চালায় ।

তরঙ্গিত সাগর কল্লোলে, ভালোবাসা স্নেহ বাৎসল্য প্ৰেম
কখনও বুক ভাঙা চেতনায়, কখনো দিশেহারা
মানুষ এতো কষ্টে-বেদনায় । জীবন যুদ্ধে সবায় ।

চরম দৈন্য দশায় বঞ্চিত জীবনের সুখ খুঁজে কাজের
ত্বরায় । সাগর জলে, জেলেদের জীবন কায়িক শ্রমের
মাঝে ব্যতিব্যস্ত সংগ্রামে । ওরা অকুল সাগরে নৌকা
ভাসায় । সমুদ্রে মাছ ধরে, জীবন জীবিকা চালায় ।

বৈশাখ এলে ঝড়ের তান্ডব বাড়ে বাংলায়,
সাগর উপকূলের মানুষ ভাবনার দিগন্তে-
অন্ধকার তিমিরে ডুবে যায় ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!