‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার। প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ এই স্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। মিজরিও-জার্মানী আর্থিক সহায়তায় সোমবার বটিয়াঘাটা কাতিয়ানাংলা বাজারে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানুষ ও কৃষি রক্ষা করতে উপকূল এলাকায় দুর্যোগ সহনশীল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিবেশ দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হাদি-উজ-জামান হাদী, মো: মনছুর আলী শেখ, আশালতা ঢালী, নির্মল বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাস, তাপস মল্লিক, বাসুদেব মন্ডল, অমরী মন্ডল, শংকরী সরকার এবং লোকজের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মন্ডল প্রমুখ।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্থ না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তোলে, সে জন্য এলাকাবাসীকে সচেতন করতেই পরিবেশ দিবসের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার মানুষ ও কৃষিকে রক্ষা করতে দুর্যোগসহনশীল বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম