খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আলেম সমাজের ঐক্যের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

নেছারাবাদের পীর এনএস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেছেন, ৫ আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে, এটা কোন রাষ্ট্র আমাদের দেয়নি, এটা ছাত্র জনতাসহ সকলের আন্দোলনের ফলে এসেছে। সরকার পরিবর্তন হলেও, বিগত সরকারের দোসররা দেশকে যে দুর্নীতির আখড়া বানিয়ে গেছে তা এখনও বিভিন্ন খাতে চলমান রয়েছে। দেশের মানুষকে শান্তি দিতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আলেম সমাজের ঐক্যের বিকল্প নেই।

বাগেরহাটের সর্বদলীয় আলেম-ওলামাদের উদ্যোগে দেশ-বিদেশে রসূল সাঃ এর বিরুদ্ধে কটুক্তি, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের হামলা এবং মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলাম কোন দলের নয়, ব্যক্তির নয়, ইসলাম সবার। ইসলামের জন্য যেখান থেকে ঢাকা আসুক তাদের সাথেই যুক্ত হতে হবে। ইসলাম কায়েমে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, একই ছাতার তলে আসতে হবে। ইসলাম প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে আরও বেশি কোরআন-সুন্নাহর অনুসারী হওয়ার আহবান জানান বর্ষীয়ান এই আলেম।

বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে সমাবেশে আরও বক্তব্য দেন মাধবকাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ, ফলপট্টি জামে মসজিদের খতিন মাওলানা শাহাজান আলী, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শাহজাহান সিরাজ, হযরত মাওলানা নাসরুল্লাহ, মাওলানা মুফতি রমিস উদ্দিন, মাওলানা ফাইজুম মনির,হাফেজ মোবাে.রক হোসাইন, মাওলানা মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুফতি রুহুল আমিন, মাওলানা মোঃ উল্লাহ আরেফি,মাওলানা আবুল কাশেম, মাওলানা তাওহীদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!