সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব-হৃদয় ও মুশফিক-হৃদয়ের জুটিতে ৮ উইকেটে ৩৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ভালো শুরু করেছে আইরিশরা। প্রথম ১০ ওভারে উইকেট দেয়নি তারা।
আয়ারল্যান্ড ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রানে ব্যাট করছে। আন্দ্রে বালব্রিনি ও হ্যারি টেক্টর ক্রিজে আছেন। ওপেনার স্টেফেন দোহানি ৩৪ রানে এবং পল র্স্টালিং ২২ রানে আউট হয়েছেন। তাদের যথাক্রমে সাকিব ও এবাদত আউন করেছেন।
আরও পড়ুন : সাকিব-হৃদয়ের ব্যাটে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
এর আগে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল ব্যর্থ হন। সেট হলেও লিটন দাস (২৬) ও নাজমুল শান্ত (২৫) বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব ও তৌহিদ হৃদয় ১২৫ রানের জুটিতে ওই বিপর্যয় সামলে দলকে বড় রানের পথে তুলে নেন।
সাকিব ফিরে যান ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে। নয়টি চার মারেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের কীর্তি গড়েন। অভিষেক হওয়া হৃদয় ৮৫ বলে আট চার ও দুই ছক্কায় ৯২ রান করেন। এছাড়া মুশফিক ২৬ বলে তিন চার ও তিন ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
খুলনা গেজেট/এমএম