বৃহস্পতিবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের ‘সারেগামাপা’ থেকে উঠে আসা বাংলাদেশের কণ্ঠশিল্পী নোবেল। নোবেলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এ দুর্ঘটনার খবর। সমকাল
তবে দুর্ঘটনাটির স্থান ও বাহন নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি বাইক দুর্ঘটনা হতে পারে বলেছেন তার ঘনিষ্টজনরা।
তবে নোবেল ঘটনার কারণ সম্পর্কে ফেসবুকে লিখেন , এক বয়স্ক মানুষকে বাঁচাতেই তার এই দুর্ঘটনা। তার ভাষায়, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।’
তবে এই ঘটনায় নোবেলের মাথায় ১২টা ও ভ্রু-তে ১৮টাসহ মোট ৩০টা সেলাই পড়েছে! ব্যান্ডেজের আগে ও পরের ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাত ১২টায় তিনি একটি ছবি শেয়ার করেন। চোখে ব্যান্ডেজ করা ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’
তবে আশ্চর্যের বিষয়, সেই ছবির নিচে শুক্রবার সকাল নাগাদ হাহা রিঅ্যাক্ট পড়েছে ৩৩ হাজার, লাইক পড়েছে ১৩ হাজার। অন্যদিকে কান্নার রিঅ্যাক্ট পড়েছে মাত্র ৯ হাজার ৩শ!
খুলনা গেজেট/কেএম