খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

দুরূদ ও সালাম নবীজির (সাঃ) পাক রওযা মোবারকে

আবদুস সালাম খান পাঠান

আস্ সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ (সাঃ)
ওয়া সাল্লি ‘আলা রওযাতি মুহাম্মাদিন ফীর রিয়াদি –
হাজারো দুরূদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবীজির –
পাক রওযা মোবারকে

আসমানী কিতাব আল-কুরআনের বাণী । আল্লাহ্ র বার্তাবহ তিনি
সর্বোত্তম মহামানব, সত্য-সুন্দর তিনি –
মুত্তাকীদের অগ্রদূত, ইসলামী জিন্দেগীর আদর্শ পালনে, ত্যাগী
নিষ্ঠাবান, মুমিন মুসলমান, উম্মতের কান্ডারী তিনি
সকল অসত্য কাজে বাঁধা প্রদানকারী, সমাজ সংস্কারক, মহানবী (সাঃ)
– ‘নবীকুল শিরোমণি’ । – চির মুখ অন্বেষণে, অশ্রুসজল নয়নে
– মহান প্রভুর কাছে শুধু আমার যতো ক্ষমা ও পানাহ চাওয়া –
আমার সকল তওবা গুনে । যতো শান্তি সুখ খুঁজা সদা
– এই পার্থিব জীবনে !! নিয়ত সালাতের প্রার্থনা, আমায় দাও প্রভু
– শতো অনুগ্রহ, সকল কল্যাণ । এই বান্দার, সকল বাসনা
মিটাও প্রভু – এই ভুবনে !! সব অন্ধকার বিদূরে ঠেলে,
– দাও, দ্বীনের আলো অন্তরে জ্বেলে। .. !! নবীজির শিক্ষা, বুকে দীলে।
নবীজির পুন্য-পরশে, আল-কুরআনের জ্ঞানে, আমার –
হৃদয় মাঝে; ছড়িয়ে দাও; আলোর পরশ তোমার –
– অপার দয়া-মহীমা বলে !! দুনিয়ায় শান্তি সুখ খুঁজি
কাতর স্বরে, অম্লান বদনে; আল্লাহ্ রসূলের শতো গুণগানে ।
মসজিদে নববীতে সালাতের প্রার্থনায়, আকুল ফরিয়াদ সর্বক্ষনে
অশ্রুজলে কান্নায় ভেসেছি কতো-যে, রসূল-প্রেমের
অমিয় পরশ পেতে; দুনিয়া ও আখিরাতের সুখ-সন্নিধানে ।
পরম শ্রদ্ধা ও ভালোবাসায় নবীজির আদর্শ সদা আমার মনে।
সত্য-সুন্দরের আরাধনা শুধু একান্ত কায়োমনে দিবস রজনী
রায়য়ান দরজায় প্রবেশ যেন পাই পরকালে, জান্নাত কাননে।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!