খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

দুরারোগ্য ব্যাধিতে রূপসা উপজেলা চেয়ারম্যানের ছোট ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার কনিষ্ঠ পুত্র আবেদীন ইসলাম শান্ত(২৪)  চারমাস মৃত্যুর সাথে  লড়ে অবশেষে চলে গেলেন  না ফেরার দেশে। শান্তকে ব্রেইন টিউমার চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ১০ দিন পূর্বে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে শান্ত ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্ত সরকারি আযম খান কমার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। শান্তর মৃত দেহ গ্রামের বাড়ি ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি আনা হলে তাকে শেষবারের মত দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ বাদ এশা আনন্দনগর ছোট ঝিলে মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এসময় তাকে দেখতে আসেন এবং জানাজায় অংশগ্রহণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ শওকত কবীর, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা, খুলনা জেলা যুবলীগ সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, খুলনা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, বটিয়াঘাটা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা, আওয়ামীলীগ নেতা খান শাহাজাহান কবীর প্যারিস,মোল্যা আরিফুর রহমান, ইমদাদুল ইসলাম, এসএম হাবিব,চঞ্চল কুমার মিত্র,শেখ মোঃ মারুফ,আজিজুল হক কাজল,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,এ্যাডঃ স্বপন কুমার মল্লিক,খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার,আ: গফুর খান, রবিউল ইসলাম ফকির, মোস্তাফিজুর রহমান মোস্তাক,রবিউল ইসলাম লিঠু,সোহেল জুনায়েদ,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলি,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস,হাবিবুর রহমান,সরদার মিজানুর রহমান,মুনীর হোসেন মোল্যা, সমর কুন্ডু,বিনয় কৃষ্ণ হালদার, সাধন অধিকারী, ফরিদ শেখ,সরদার কামরুল ইসলাম,ব্রজেন দাস,সমর মন্ডল, মাধূরী সরকার,তাহিদ মোল্যা,মঈন উদ্দীন শেখ, আওরঙ্গজেব স্বর্ন,দেলোয়ার হোসেন, আকতার শেখ, হারুন অর রশিদ,খান জাহিদ হাসান, আবুল কালাম আজাদ,তারেক আজিজ,মুসা লস্কর,শফিকুল ইসলাম, হিরন আহম্মেদ হিরু,গফফার মল্লিক,নাজিম মোড়ল,ইরান মোল্যা,আহসান হাবিব,ইসমাইল হোসেন,খায়রুল বাশার, রূপম দাস,রুদ্রনীল হালদার শুভ,আজমাইন ইনকিয়াদ, সজীব পাল,আবুল হোসেন শেখ প্রমূখ। জানাজা নামাজ পরিচালনা করেন পুটিমারি পুলিশ ক্যাম্প মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম। মরহুমের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!