খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ কাল

দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হল খুবির ভর্তিযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী ভর্তিযুদ্ধ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটেরভর্তি পরীক্ষা খুবি ক্যাম্পাসসহ বিভিন্ন ক্যাম্পাসের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রেগুলো হল: খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র এবং দুইটি বহিঃকেন্দ্র- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

‘বি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৩১৬ জন। ঢাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৩৬৬ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জনের মধ্যে ৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অপরদিকে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রুয়েট কেন্দ্রেও। এই ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৫২৬ জন। ঢাবি কেন্দ্রে ১৯ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৮০ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৯৫০ জনের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য বিশেষ ড্রইং পরীক্ষায় খুলনা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৫০২, ঢাকা কেন্দ্রে ২ হাজার ৩৯ এবং রাজশাহী কেন্দ্রে ৫১৩ জন।

পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!