যশোরে দুই ঘন্টার টানা অঝোর ধারার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল। শুক্রবার হঠাৎ করেই দু’ঘন্টায় যশোরে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে শহরবাসী জানিয়েছেন।
এদিন সকাল থেকেই যশোরের আকাশে সূর্য ও মেঘের লুকোচুরি খেলা চলছিল। সকাল ১০টা পর্যন্ত রোদ থাকলেও ১১টা নাগাদ মেঘের আনাগোনা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয় একটানা ঝুম বৃষ্টিপাত। যা অঝোর ধারায় চলে দুপুর আড়াইটা পর্যন্ত। ভারি এ বৃষ্টিপাতে নিমিষেই তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। আচমকা বৃষ্টিতে ঘরবাড়িতে পানি উঠে যায়। যা নিয়ে বিপদে পড়ে নিম্ন আয়ের মানুষেরা। বৃষ্টিতে ভিজেই তাদের ঘর গোছানো ও দুপুরের খাবার খেতে হয়। হঠাৎ এ বৃষ্টিতে মানুষের কষ্টের কোন শেষ ছিল না।
খুলনা গেজেট/এনএম