খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

দুই সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। শতকের পথে আছেন ডেভন কনওয়ে। অর্ধশতক হাঁকিয়ে বিদায় নিয়েছেন উইল ইয়ং।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মুমিনুল হক। শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ম্যাচের চতুর্থ ওভারে শরিফুলের বলে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি বিদায় নেন ১৪ বলে ১ রান করে। ১ রানে উইকেট হারায় নিউজিল্যান্ড।

তারপর বেলা বৃদ্ধির সাথেসাথে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের হতাশা। প্রথম সেশনে ওই একটি ছাড়া আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের ভীত গড়েছেন কনওয়ে ও ইয়ং। তাদের এই জুটি ভাঙে চা বিরতির ঠিক আছে, রান আউটের মাধ্যমে।

মেহেদী হাসান মিরাজের ওভারে রানআউট হন ইয়ং। নাজমুল হোসেন শান্তর থ্রো লুফে নিয়ে স্টাম্প ভেঙে ইয়ংকে সাজঘরের পথ দেখান লিটন। ফেরার সময় ইয়ংয়ের নামের পাশে রান ৫২। তিনি খেলেছেন ১৩৫টি বল। তার ব্যাট থেকে এসেছে ৬টি বাউন্ডারি। ১৩৯ রানে ২ উইকেট হারায় কিউইরা।

চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৪ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। ক্রিজে আছেন কনওয়ে ও রস টেলর। শতকের দ্বারপ্রান্ত দাঁড়ানো কনওয়ের সংগ্রহ ৮৮ রান। তিনি খেলেছেন ১৫৮টি বল। হাঁকিয়েছেন ১৩টি চার ও ১টি ছক্কা। অপরপ্রান্তে টেলর আছেন ১৯ বলে ৪ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর (চা বিরতি পর্যন্ত)

নিউজিল্যান্ড ১৪৭/২ (৫৪ ওভার)
কনওয়ে ৮৮*, ইয়ং ৫২, টেলর ৪*, ল্যাথাম ১;
শরিফুল ১৪-৫-৩৫-১।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!