খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়েছে, বিএনপির ঘুম হারাম: কাদের

গেজেট ডেস্ক 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।

তিনি আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশ ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাদ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন যারা চায় তাদের ভিসা নীতি নিয়ে কোন চিন্তা নেই। ভিসা নীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না।

কাদের বলেন, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি।

তিনি বলেন, গণতন্ত্রকে সুরক্ষা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। তবে নির্বাচন বিরোধী সকল কিছু জনগণ প্রতিহত করবে।

তিনি আরও বলেন, নির্বাচন হবে। বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়। কেউ আসলে তাদেরকে সহায়তা করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মনোবলের কোন ঘাটতি নাই, বিএনপির থাকতে পারে। বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পড়ে কিনা সেটিই দেখার বিষয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!