সম্পদের সুষ্ঠুবন্টন ব্যবস্থায় বিশ্বাসী দু’টি বাম দলের একীভূতকরণ উপলক্ষে খুলনার হাদিস পার্কে ঐক্য কংগ্রেসকে সামনে রেখে লাল পতাকা সজ্জিতকরণ করা হবে। ছ’মাসের অধিক সময় ধরে ঐক্য প্রক্রিয়া চলছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ বিলুপ্ত হয়ে একটি দলে রূপান্তরিত হচ্ছে। আগামী ১ ও ২ সেপ্টেম্বর ঐক্য কংগ্রেস অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, দুই দলের সমঝোতা বৈঠক ছ’মাস পূর্বে খুলনায় অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র-ক্ষুদ্র দলের অবসান ঘটিয়ে দেশে মার্কসবাদী রাজনীতিতে বিশ্বাসীদের একীভূত করার বৃহত্তর উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্য কংগ্রেস। সাংগঠনিক শক্তি-ভীত দুর্বল হওয়ায় উল্লিখিত দু’টি দল বিকাশ লাভ করতে পারেনি। মূলত: কমিউনিস্ট আন্দোলনকে বেগবান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাম শক্তিকে একটি বলয়ের মধ্যে আনার জন্য ক্ষুদ্র এ দু’টি দলের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস। মার্কসবাদী দর্শনে বিশ্বাসী হলেও এ দু’টি দলের গঠনতন্ত্র ও রাজনৈতিক বিষয়ে কোনো মতবিরোধ নেই। দুই দলই রণনীতি হিসেবে গণতান্ত্রিক বিপ্লবে বিশ^াসী।
ঐক্য কংগ্রেসকে সামনে রেখে খুলনার শিববাড়ি মোড় থেকে হাদিস পার্ক পর্যন্ত এবং পার্কের দু’পাশের সীমানা প্রাচীর লাল পতাকায় সজ্জিতকরণ করা হবে। প্রয়াত কমিউনিস্ট নেতা আজিজুর রহমানের স্মৃতির উৎসর্গে পার্কের প্রধান ফটকে আজিজ তোরণ নির্মাণ করা হচ্ছে।
ঐক্য প্রক্রিয়ার প্রস্তুতিতে অংশ নেয়া সংগঠক মোজাম্মেল হক জানান, তিন হাজারেরও বেশি শ্রমজীবী মানুষ কংগ্রেসে অংশ নেবে। নাম চূড়ান্ত হয়নি। ১ সেপ্টেম্বর বেলা আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ও ২ সেপ্টেম্বর প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
দলের অপর এক সূত্র বলেছেন, তিনি বাংলাদেশের কমিউনিস্ট লীগ নামকরণের প্রস্তাব রাখবেন। সিদ্ধান্ত দেওয়ার মালিক ঐক্য কংগ্রেসের কাউন্সিলররা।