খুলনা, বাংলাদেশ | ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস
  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার
  কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা
  হামলার ঘটনায় কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ

দুই দিনের মাথায় কেরুর চিনিকলে আবারও বোমা, এলাকাজুড়ে আতঙ্ক

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকল চত্বরে আবারও কালো টেপ মোড়ানো বোমা উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের ধারণা এটি ককটেল বোমা হতে পারে। একদিনের ব্যবধানে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবারও এ ককটেল বোমা পাওয়ায় গেল।

জানা যায়, শনিবার সকালে কেরু কোম্পানি চত্বরে ছাগল চরাচ্ছিলেন এক যুবক। তিনি প্রথমে কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীদের জানান। এর আগে প্রায় একই স্থানে অর্থাৎ ১০০ মিটার দূরেই একটি বোমা পাওয়া গিয়েছিল। এরপরই ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীর একটি দল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলের আশপাশে সতর্ক অবস্থানে আছেন তারা।

এদিকে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এই সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেন তারা। এ নিয়ে দিনব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়। বোমাসাদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র‍্যাব-৫ এর ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এ ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

দর্শনা থানা পুলিশের ওসি মুহম্মদ শহীদ তিতুমীর গণমাধ্যমে জানান, আবারও একই ধরনের কালো টেপ মোড়ানো বোমাসাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এটাও ককটেল বলে ধারণা করা হচ্ছে। কারণ, পূর্বের পাওয়া ককটেলের সঙ্গে এটার হুবহু মিল রয়েছে। তবে আজকেরটা কালো টেপ মোড়ানো। রাজশাহী র‍্যাবের বোমা নিষ্ক্রিয় টিমকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা করেছে। আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করছি।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!