খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

দুই উপাচার্যের পদত্যাগ, তালিকায় অনেকে

গেজেট ডেস্ক

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনেও পরিবর্তনের হাওয়া বইছে। এরই মধ্যে দুইজন উপাচার্য পদত্যাগ করেছেন। তাদের সঙ্গে একইসঙ্গে পদত্যাগ করেন এই দুই বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ও প্রক্টরাও। তারা সবাই রাষ্ট্রপতি তথা চ্যান্সেলর বরাবরে লিখিতভাবে পদত্যাগ করেন। আরও কয়েকজন উপাচার্য আগামী দু’একদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

বিশেষ করে বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনের সময়ে পুলিশ ও ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্যাতিত হয়েছেন, গুলি খেয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার পর পদত্যাগপত্র জমা দেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল এবং প্রক্টর ড. হারুন অর অর রশিদ।

পদত্যাগ করেছেন টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ ছয় জন। তারা গত সোমবার (৫ জুলাই) রাতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন। তবে ভিসির পদত্যাগপত্রটি এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি।

নিজ হাতে লেখা পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘ছাত্রদের দাবির প্রেক্ষাপটে আমি পদত্যাগ করছি।’

একইসঙ্গে পদত্যাগ করে ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মুছা মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মোসা. নার্গিস আক্তার, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপ-পরিচালক ড. ফয়জুন নাহার মিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ছয় জনকে সোমবার রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দেন। সেইসঙ্গে তাদের ঘেরাও করেন। তোপের মুখে পড়ে রাত ১১টার দিকে ভিসি বাদে বাকি পাঁচজন হাতে লেখা পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কাছে রেখে চলে যান। ভিসি নিজের পদত্যাগপত্র সঙ্গে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।’

এদিকে, পদত্যাগের দাবি উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং ট্রেজারার অধ্যাপক আমিনা পারভীনের। ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ৮ আগস্ট বিকেল ৫টার মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, দেশে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে মোট ৬১টি। এর মধ্যে একাডেমিক কার্যক্রম চালু আছে ৫৫টিতে, বাকিগুলো নতুন। এই ৫৫ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন (অধিভুক্ত কলেজগুলোসহ) সাড়ে চার লাখ শিক্ষার্থী। দেশের উচ্চশিক্ষা স্তরে এ মুহুর্তে মোট ৪৭ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২ শ’র বেশি কলেজে অন্তত ৩৬ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী রয়েছে আরও লক্ষাধিক। দেশের সব মেডিকেল কলেজ ও প্রকৌশল শিক্ষায় রয়েছেন অন্তত ৫০ হাজার ছাত্রছাত্রী।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!