খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

দীর্ঘদিন পর অবশেষে চুক্তিতে সই করলেন লঙ্কান ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিনের অচলাবস্থার পর অবশেষে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আবদ্ধ হতে রাজি হয়েছেন ১৮ জন লঙ্কান ক্রিকেটার। ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরোধটা অবষেণে মিটতে চলেছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এরই মধ্যে বোর্ডের সঙ্গে নতুন চুক্তিতে সইও করে ফেলেছেন তারা। আগস্ট থেকে শুরু করে ৩১ ডিসেম্বর- মাত্র এই ৫ মাস মেয়াদ থাকবে নতুন চুক্তির।

নানা বিষয় নিয়ে এ চুক্তির ব্যাপারে বোর্ডের সঙ্গে মতদ্বৈততা ছিল লঙ্কান ক্রিকেটারদের। মূলত কারন আর্থিক বিষয়টাই ছিল সবচেয়ে বড় বিতর্কের বিষয়। এ নিয়ে গত কয়েকমাস ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চলছিল লঙ্কান বোর্ডের। শেষ পর্যন্ত আপাতত একটা ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ। যে কারণে ১৮ জন ক্রিকেটার চুক্তিতে সই করেছে বলে জানানো হয়েছে।

শুধু তাই নয়, শ্রীলঙ্কান বোর্ড থেকে জানানো হয়েছে- কেন্দ্রীয় চুক্তির বিষয়ে বোর্ড থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তাতেই রাজি হয়েছেন ক্রিকেটাররা। সেই প্রস্তাবে কোনো পরিবর্তন-পরিবর্ধন ছাড়াই চুক্তিতে সই করেছেন তারা।

শ্রীলঙ্কান বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়রা, এর আগে চুক্তির জন্য যে প্রস্তাব দেয়া হয়েছিল তাতে কোনো বিচ্যুতি ছাড়াই সই করে নিয়েছে।’মোট ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল লঙ্কান বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুসকা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা এবং কাসুন রাজিথাকে আপাতত বাইরে রখা হয়েছে। তারা চুক্তিতে সই করতে পারেননি।

মূলতঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজ নিজেই জাতীয় দলের ক্রিকেট থেকে নিজেকে বাইরে রেখেছেন। এ কারণে তাকে আর ডাকা হয়েনি। গুনাথিলাকা, ডিকভেলা এবং মেন্ডিস- এই তিনজনকে চুক্তির শর্তাবলী যখন টেবিলে আনা হয়, তখন থেকেই আপাতত নিষিদ্ধ করে রাখা হয়েছে। ইসুরু উদানা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। আর কাসুন রাজিথাকে এমনিতেই বাদ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!