“এসো বন্ধু ফিরে যায় শৈশবে, মেতে উঠি আনন্দ উৎসবে” এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দীঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ইনডোর ক্যাম্পাসে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে দিনভর উচ্ছ্বাসে মেতেছিলো ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে। আড্ডা, গল্প, গান-বাজনা, একসাথে দুপুরের মধ্যাহ্নভোজ, স্কুল জীবনের স্মৃতি বিনিময় করে দিনটিকে স্মরণীয় করে রাখে।
সকাল ১০ টায় জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় র্যালী, আলোচনা সভা, পরিচিতি পর্ব ও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ব্যাচের
১ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৭ সালে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, পরিতোষ কুমার দাস, আব্দুল খালেক হাওলাদার, রাধা রানী মন্ডল, শ্যামাপ্রসাদ ঘোষ, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ঝর্না খাতুন, মাহবুব এজাজ জুলু প্রমুখ।
এদিকে পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ভবন এবং ইনডোর ক্যাম্পাস জমকালো আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়।
খুলনা গেজেট/এএজে