ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতবারের রানারআপ দিল্লি ক্যাপিটালসের কাছে বড় ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পন্থদের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিববিহীন কলকাতা।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন দিল্লির ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই ৬ চারে ২৫ রান নেন পৃথ্বী শ। ৪১ বলে ৮২ রানের ইনিংস খেলেন পৃথ্বী।
অপর ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৪৬ রান। ১৬ দশমিক ৩ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। কলকাতার অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সই তিনটি উইকেট দখল করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কলকাতা। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ২৭ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার শুভমন গিল করেন ৪৩ রান। রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মরগান ও সুনীল নারিন।
দিল্লির পক্ষে অক্ষর প্যাটেল ও ললিত যাদব দুটি করে উইকেট লাভ করেন। আগের তিন ম্যাচের মতো এ ম্যাচেও একাদশের বাইরে রাখা হয় সাকিব আল হাসানকে।
খুলনা গেজেট/কেএম