ভারতের রাজধানী দিল্লিতে প্রতি চার জনের একজন হয়তো কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন, অ্যান্টিবডি টেস্টের জরিপের ভিত্তিতে এ কথা বলা হচ্ছে। সরকার পরিচালিত এই জরিপে ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ দশমিক ৪৪ শতাংশের কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্টের ফল পজিটিভ এসেছে। এই জরিপের ফল দেখে মনে হচ্ছে, ভারতের রাজধানীতে আগে যা ধারণা করা হয়েছিল, করোনা ভাইরাস সংক্রমণের হার তার তুলনায় বহুগুণ বেশি। (খবর বিবিসি)
এদিকে, ভারত সরকার সাধারণ মানুষকে এন-৯৫ মাস্ক পরতে নিষেধ করেছে। এন-৯৫ বা স্থানীয়ভাবে এন-৯৫ মাস্ক বলে যেগুলো বিক্রি হচ্ছে, তাতে নিঃশ্বাস-প্রশ্বাস নেয়ার জন্য যে ছোট ভালভ থাকে, সেই ভাল্ভ দিয়েই একজন সংক্রমিতর প্রশ্বাসের সঙ্গে ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে।
খুলনা গেজেট/এআইএন